মালদ্বীপ প্রতিনিধি ঃ
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের হলরুমে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রদত্ত বাণী পাঠ করে শোনান কল্যাণ সহকারী আল মামুন পাঠান। অত:পর স্বাগত বক্তব্য প্রদান করেন মিশনের তৃতীয় সচিব মোহাম্মদ জিল্লুর রহমান।
তিনি তার বক্তব্যে গনহত্যা ও নৃশংসতার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন।
প্রধান অতিথি ভারপ্রাপ্ত হাইকমিশনার তাঁর বক্তব্যে ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাতে গনহত্যায় নিহত শহীদ ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন একদিন এই নারকীয় হত্যাকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে।
তিনি প্রবাসী বাংলাদেশীদের স্বাধীনতার চেতনা ধারন করে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান। ভবিষ্যত প্রজন্মকে গনহত্যা ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস সম্পর্কে অবহিতকরণের বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে তোলার জন্য হাইকমিশনার সকলকে একযোগে কাজ করার জন্য অনুরোধ জানান।
সবশেষে তিনি গনহত্যায় নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
কন্সুল্যার সহকারী ইবাদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।