ফেনী প্রতিনিধি
ফেনীর পরশুরামে অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এই অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
রবিবার (২৩ মার্চ) দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পৌরসভার দক্ষিণ কোলাপাড়া থেকে অবৈধ মাটি বহনকারী একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। এছাড়া খন্ডল বাজারে পাশে মাটিকাটার অভিযোগে একটি ভেকু জব্দ করা হয়।
পরদিন সোমবার (২৪ মার্চ) বিকালে মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে ভেকু ও ড্রাম ট্রাকের মালিক দক্ষিণ টেটেশ্বর গ্রামের আবুল কালামকে দুই লাখ টাকা ও বেড়াবাড়িয়া গ্রামের কফিল উদ্দিনকে দেড় লাখ টাকা টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আরিফুর রহমান।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।