মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার
নাটোর সদরের হালসা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, সেনাবাহিনী দেশের মানুষের আশা-ভরসার প্রতীক। তবে একটি মহল এই বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর সংকটময় মুহূর্তে সেনাবাহিনীই দেশের হাল ধরে রেখেছে। দুলু বলেন, "সেনাবাহিনী দেশের মানুষের জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করেছে। কিন্তু কিছু মহল এই বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে, যা দেশের জন্য অশুভ সংকেত।"
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।