
মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার
নাটোর সদরের হালসা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, সেনাবাহিনী দেশের মানুষের আশা-ভরসার প্রতীক। তবে একটি মহল এই বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর সংকটময় মুহূর্তে সেনাবাহিনীই দেশের হাল ধরে রেখেছে। দুলু বলেন, “সেনাবাহিনী দেশের মানুষের জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করেছে। কিন্তু কিছু মহল এই বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে, যা দেশের জন্য অশুভ সংকেত।”