
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রই সফল হবে না বলে মন্তব্য করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরা বিএনপির প্রাণ। গত ১৭ বছর তৃণমূলের কর্মীরাই বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল। আওয়ামীলীগ বিএনপিকে ভাঙার জন্য অনেক চেষ্টা করেছিল। কিন্তু তৃণমূলের কর্মীরা ঐক্যবদ্ধ থাকায় বিএনপিকে ভাঙতে পারেনি কেউ। স্বৈরাচার পতনের পর একটি পক্ষ বিএনপি ও দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অতীতের ন্যায় ভবিষ্যতেও সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিবে বিএনপি নেতাকর্মীরা। সোমবার (২৪ মার্চ) দুপুরে চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) হলে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফ্যাসিস্ট স্বৈরাচারের বিচার দাবি, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: কামরুল হুদা।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ জাহাঙ্গীর, যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, মুজাহিদ চৌধুরী, নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, জেলা কৃষকদলের সদস্য সচিব হাজী মামুন।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু ও পৌর বিএনপির সাবেক আহবায়ক হারুন অর রশীদ মজুমদারের যৌথ সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, সাবেক দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, পৌর যুবদলের আহবায়ক মো: হাসান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসানাত মিয়া মো: জোবায়ের হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি গাজী আবু বক্কর ছিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা ছাত্রদল নেতা ফখরুল হাসান, আবির আবদুল্লাহ চৌধুরী, ফরিদ খাঁন। এ সময় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে সভাস্থলে চেয়ারে বসা ও ব্যানার-পেস্টুন প্রদর্শনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা হলেন: জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মোল্লা হিরণ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম শামীম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কাজী জোবায়ের, যুবদল নেতা মো: সোলেমান মিয়াজী, মো: খায়ের, উজ্জল, শ্রমিকদল নেতা আবির, যুবদল কর্মী সবুজ, সাইফুল, মো: ইউসুফ, জনি, ইকবাল, আইয়ুব, জাকির হোসেন। আহত নেতাকর্মীরা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছে।
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সাজেদুর রহমান মোল্লা হিরণ বলেন, ‘নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করলে কামরুল হুদার কর্মীরা আমাকে লাঞ্চিত করে এবং নেতাকর্মীদের উপর হামলা করে’।
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: কামরুল হুদা বলেন, অডিটরিয়ামের বাইরে নেতাকর্মীদের মাঝে চেয়ারে বসা ও ব্যানার ফেস্টুন প্রদর্শনকে কেন্দ্র করে বাকবিতন্ডার ঘটনা ঘটেছে। অডিটরিয়ামের ভিতরে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, ‘বিএনপির সাংগঠনিক সভায় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির বিষয়ে শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’