
মোঃ শাহজাহান বাশার ,স্টাফ রিপোর্টার
ঢাকা, পবিত্র রমজান মাস উপলক্ষে শপআপ এবং রেডএক্স এফটিএল লিমিটেড-এর যৌথ আয়োজনে এক মনোরম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহাখালী সেনাকল্যাণ ভবনের SKS টাওয়ারে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার নেতৃবৃন্দ এবং সম্মানিত অতিথিরা।
ইফতার আয়োজনে রেডএক্স এফটিএল লিমিটেডের DGM অপারেশন, জনাব রায়হান উদ্দিন, রাসেল ইকবাল রকি ম্যানাজার অপারেশন ,অনুষ্ঠানটির সুশৃঙ্খল পরিচালনায় দায়িত্ব পালন করেন। অতিথিদের অভ্যর্থনা জানান এবং মাহফিলের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।
শপআপ কর্তৃপক্ষ, জিয়াউল হক ভূঁইয়া এবং আতাউর রহিম রেডএক্স এফটিএল টিমসহ উপস্থিত সকল অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ বছরের ইফতার আয়োজনটি ছিল একটি প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, যেখানে অতিথিরা একে অপরের সাথে মিলিত হয়ে রমজান মাসের পবিত্রতা অনুভব করেন। অতিথিদের অংশগ্রহণ এবং আন্তরিকতা অনুষ্ঠানটিকে বিশেষ মুহূর্তে পরিণত করে। এদিকে, পুরো আয়োজনটি স্মরণীয় হয়ে থাকে এবং শপআপ ও রেডএক্স এফটিএল লিমিটেড এর পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।