চাঁদপুরে জিকিরে মাওলা আলী আঃ এর স্মরন সভা অনুষ্ঠিত

শনিবার ২১ রমজান ইসলামের ৪র্থ খলিফা, শেরে খোদা হযরত মাওলা আলী (রাঃ) এঁর ওফাত শরীফ স্মরণে- উপলক্ষে, উত্তর চাঁদপুরে। জিকিরে মাওলা আলী আঃ এর স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।

 

দরবারে গাউছিয়া আশরাফিয়া ঝলম দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা,,শাহ সূফী গাজী মোহাম্মদ হাবিবুল বাশার আল আশরাফী প্রকাশ ( ঝলমী শাহ) হুজুর কেবলার শুভাগমন উপলক্ষে,এবং পরলোকগমনকৃত সকলের রুহের মাগফিরাত কামনায়,কোরআন খতম ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।