২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
আইনজীবীরা জানান, হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে চূড়ান্ত আবেদন জমা দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের দাবি, ২০০৪ সালের ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় দায়ীদের শাস্তি নিশ্চিত করতে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলা মামলায় ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। তবে ২০২৩ সালের ১ ডিসেম্বর হাইকোর্টের রায়ে সব আসামিকে খালাস দেওয়া হয়, যা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আশা করছেন, আপিলের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং দোষীদের যথাযথ শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।