গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে প্রধান উপদেষ্টার প্রতি বিএসপির আহবান

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

আপনার আন্তর্জাতিক ইমেজ কে কাজে লাগিয়ে ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ান
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী ইশাম দা-লিসসহ অন্তত ৫০০ জন গাজাবাসীকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। গতকাল সোমবার মধ্যরাতে গাজাজুড়ে ব্যাপক বোমা হামলা চালায় ইসরায়েল। এ হামলায় ইশাম দা-লিস নিহত হন। গাজার প্রধানমন্ত্রীসহ গাজাবাসীদের ওপর দখলদার ইসরায়েলের এমন অমানবিক হত্যায্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। বুধবার (১৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএসপি চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেন, বছরের পর বছর মজলুম ফিলিস্তিনিদের উপর দখল ইসরাইলি বাহিনীর বর্বরতা ও হত্যাযজ্ঞ চলছেই। কিন্তু জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরাইলের এই গণহত্যা নিয়ে নির্বিকার ভূমিকা পালন করছে। এমতাবস্থায় বিশ্বব্যাপী ইসলাম ফোবিয়া রুখে দিতে ও মুসলিম গণহত্যা ঠেকাতে অনতিবিলম্বে সকল মুসলিম দেশের সমন্বয়ে নতুন করে মুসলিম জাতিসংঘ গঠন করার সময় এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূসের প্রতি আহবান জানিয়ে বিএসপি চেয়ারম্যান বলেন, আপনি একজন নোবেলবিজয়ী আন্তর্জাতিক ব্যক্তিত্ব। সারা বিশ্বে আপনার সুখ্যাতি রয়েছে। আমরা আশা করব আপনার আন্তর্জাতিক ইমেজকে কাজে লাগিয়ে ফিলিস্তিনের গাজায় দখালদার ইসরাইলের গণহত্যা বন্ধে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে আপনি কার্যকরী ভূমিকা রাখবেন। বিবৃতিতে বিশ্বের সকল মানবতাবাদী রাষ্ট্র ও বাংলাদেশের সকল রাজনৈতিক দলসহ সব মহলকে ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদী আওয়াজ তোলার আহ্বান জানায় বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।