মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম, ১৯ মার্চ: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব, প্রবীণ আলেমে দ্বীন ও মোজাহিদে আহলে সুন্নাত হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা হাফেজ রুহুল আমিন আল কাদেরী আজ সকাল ৮টা ৫০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাযার নামাজ আজ বিকাল ৫টায় রাঙ্গুনিয়া শান্তিরহাট বঙ্গবন্ধু স্কুলের পার্শবর্তী ময়দানে অনুষ্ঠিত হবে। আহলে সুন্নাত ওয়াল জামাআতের খেদমতে আজীবন নিবেদিত থাকা এই বরেণ্য আলেমের ইন্তেকালে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বিশেষত, মাইজভান্ডার দরবার শরীফের প্রতি তাঁর গভীর ভক্তি ও শ্রদ্ধা ছিল সকলের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর ইন্তেকালে শোক প্রকাশ করে মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী (মা.) এক শোকবার্তায় বলেন, “আমি গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ পাক তাঁর পরিবারকে সবরে জামিল দান করুন এবং মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন, বিহুরমাতি সাইয়্যিদিল মুরছালিন।”
উল্লেখ্য, আল্লামা রুহুল আমিন আল কাদেরী ইসলামী শিক্ষা প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর ইন্তেকালে ইসলামী অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট