বুস্টার দিয়ে গ্যাস চুরি: বিকেএমইএর সাবেক সহ-সভাপতি আসলাম সানির কারখানায় তিতাসের অভিযান

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক অভিযানে অবৈধ সংযোগ ও গ্যাস চুরির জন্য ব্যবহৃত দুটি বুস্টার উদ্ধার করেছে। এ ঘটনায় বিকেএমইএর সাবেক সহ-সভাপতি ও ব্যবসায়ী আসলাম সানির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ম্যানেজার ইঞ্জিনিয়ার মশিউর রহমান জানান, “বুস্টার দিয়ে গ্যাস টেনে নেওয়া হলে আশপাশের বৈধ গ্রাহকরা গ্যাস সংকটে ভোগেন। এটি একটি গুরুতর অপরাধ, যা সরকারের দৈনিক ১০-১২ লাখ টাকা রাজস্ব ক্ষতি করছে।”

তিতাস গ্যাস কর্তৃপক্ষের লিটিগেশন ও পিআর শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আসাদুজ্জামান পাঠান জানান, ফতুল্লার শাসনগাঁ এলাকায় অবস্থিত অবন্তী কালার টেক্স কারখানার মালিক আসলাম সানির বিরুদ্ধে এর আগেও গ্যাস চুরির অভিযোগ ছিল। বকেয়া ১০ কোটি ১২ লাখ টাকা পরিশোধ না করে বারবার অবৈধ সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিকেএমইএর সভাপতি মুহাম্মদ হাতেম বলেন, “গ্যাস ও বিদ্যুৎ চুরির পক্ষে আমরা নই। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা চাইলে আমরা পূর্ণ সহায়তা করব।”

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।