
মোঃমাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে বিশেষ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী রাজু ত্রিপুরা (৪২) ও বাবলু মিয়া মুন্না (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ১৮ মার্চ ভোররাতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড তৈচালাপাড়া এলাকা থেকে তাদের কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাকৃত রাজু ত্রিপুরা মৃত কালী কুমার ত্রিপুরার ছেলে ও বাবলু মিয়া মুন্না মৃত সাধু মিয়ার ছেলে। উভয়ই তৈচালাপাড়া এলাকার বাসিন্ধা।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, নারী ও শিশু নির্যাতন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিধি মোতাবেক তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।