যশোর শহরের মুড়িব সড়ক সংলগ্ন রেলগেট এলাকায় সোমবার রাত পৌনে ১২টার দিকে মীর সামির সাকিব সাদী (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সাদী ওই এলাকার মীর শওকত আলীর ছেলে। হামলাকারীরা তার বাড়িতে ঢুকে তাকে প্রথমে চাকু দিয়ে আঘাত করে, পরে গুলি করে। নিহতের চাচাতো ভাই রাকিবের বর্ণনা অনুযায়ী, হামলাকারীরা সুমন, মেহেদী ও তাদের সহযোগী। তারা সাদীর গলা ও বুকে গুলি করে। ঘটনার পর স্থানীয়রা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, সাদী রেল বাজারের ইজারাদার ছিলেন এবং চাঁদাবাজি নিয়ে কোন্দলের জেরে তাকে হত্যা করা হয়েছে। পুলিশের একাধিক টিম জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।