
মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরীফে আধ্যাত্মিক নেতা হযরত গাউসুল আযম শাহসুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারীর (ক:) ৮৯তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৭ মার্চ) দরবার শরীফের গাউছিয়া রহমানিয়া মইনীয়া মঞ্জিলে অনুষ্ঠিত সভায় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে ওরশ শরীফের প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়। সভায় হাটহাজারী পুলিশ সার্কেলের এএসপি সাইফুল ইসলাম শান্ত, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমেদসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে ওরশ শরীফের আয়োজন নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। সভার শেষে শাহ সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর পরিচালনায় সর্বজাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।