
মোঃ শাহজাহান বাশার ,স্টাফ রিপোর্টার
দেশের বিভিন্ন অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্ট নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় রবিবার (১৬ মার্চ) ফটিকছড়ির দুর্গম কাঞ্চনপুর এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এই উদ্যোগের পৃষ্ঠপোষকতা করেন ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন বিএসপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ নূরুল আনোয়ার হিরন।
এই ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পে কয়েকশো রোগী চিকিৎসা গ্রহণ করেন এবং বিনামূল্যে ওষুধ সংগ্রহ করেন। ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলার দুর্গম এলাকায় এই সেবাদান কার্যক্রম চলমান থাকবে।