গাজী জসীম উদ্দিন সিআইডি প্রধান হিসেবে যোগদান, দায়িত্ব নেয়ার পর প্রথমেই পরিকল্পনা জানালেন

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন ডিআইজি গাজী জসীম উদ্দিন। সোমবার (১৭ মার্চ) সিআইডির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, ১৬ মার্চ রবিবার গাজী জসীম উদ্দিন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। এর আগে, ৯ মার্চ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়। সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত গাজী জসীম উদ্দিন এই দায়িত্ব পালন করবেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর গাজী জসীম উদ্দিন সিআইডির কার্যক্রমে নতুন দৃষ্টিভঙ্গি এবং উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, “আমার প্রধান লক্ষ্য হবে সিআইডির কার্যক্রমকে আরও সুষ্ঠু ও দ্রুততর করা, বিশেষ করে সাইবার অপরাধ, মানবপাচার এবং অর্থপাচার বিষয়ে আরও কঠোর মনিটরিং ও তদন্ত কার্যক্রম চালানো।”

এছাড়া, গাজী জসীম উদ্দিন এ সময় সিআইডি কর্মকর্তা এবং সদস্যদের প্রতি একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান এবং পুলিশের বিরুদ্ধে জনগণের আস্থা আরও দৃঢ় করার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এর আগে গাজী জসীম উদ্দিন পুলিশ বিভাগে দীর্ঘদিন কর্মরত ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর যোগদান পুলিশের অপরাধ তদন্ত বিভাগে নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখা হচ্ছে।