মাহামুদুল হাসান (কালাম)
কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় ইমরান হোসেন নামে এক রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতালটিতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধরা। এসময় চিকিৎসক সহ হাসপাতালের স্টাফরা পালিয়ে যায়। কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ সড়কে ডাক্তার আব্দুল হকের মালিকানাধীন ওই ট্রমা হাসপাতালে রোববার রাতে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নিহত রোগী ইমরান হোসেন নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে। নিহতের মা নাজমা বেগম, চাচা জাকির হোসেন, নানা মানিক মিয়া, মামা সুমন মিয়া, সাংবাদিকদের জানান, বুকের অসুখ জনিত কারণে গত ১৫ দিন আগে মোটা অংকের অর্থের বিনিময়ে ইমরান হোসেন ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছিল। গত বুধবার তার অপারেশনের জন্য পুনরায় তাকে ভর্তি করা হয়।
হাসপাতালের ডাক্তার আতাউর রহমান গত শনিবার ইমরান হোসেনের অপারেশন করেন। তাদের অভিযোগ ভুল চিকিৎসার কারণে আজ রোববার বিকালের দিকে ওই হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় ইমরান হোসেন মারা যান। রোগীর স্বজনরা অভিযোগ করে জানান ইমরান আই সি ইউ তে মারা যাওয়ার পর সে জীবিত আছে বলে দুইবার প্রায় ২৭ হাজার টাকার ঔষধ নেয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর মৃত্যুর পরও দেখতে না দিয়ে রোগী বেঁচে আছে বলে জানিয়ে বিভিন্ন সময় প্রায় তিন লাখ টাকা হাতিয়ে নেয়।
একপর্যায়ে ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে বিক্ষুব্ধ স্বজনরা ওই হাসপাতালের নিচতলা ও দ্বিতীয় তলায় ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ,নার্স ও অন্যান্য রোগীরা দ্বিগবিদিক ছুটোছুটি করে। রাত সোয়া এগারোটা এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ তলার হাসপাতালটির কয়েকটি তলা অন্ধকারে ছিল। পুলিশ ও সেনাবাহিনীর লোকজন হাসপাতালটি ঘিরে রেখেছে, উত্তেজনা বিরাজ করছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া যায়নি।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট