সিদ্ধিরগঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট কলেজের পরীক্ষাকেন্দ্র বাতিলের প্রতিবাদে বিক্ষোভ ও অধ্যক্ষ কে অবরুদ্ধ। 

 

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার 

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান **বিজনেস ম্যানেজমেন্ট (BM) কলেজ** গত ১৫-১৬ বছর ধরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (BM) পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অথচ ২০২৫ সালের বোর্ড পরীক্ষার জন্য কোনো পূর্বঘোষণা বা কারণ দর্শানো ছাড়াই **শিক্ষা বোর্ড কেন্দ্রটি বাতিলের সিদ্ধান্ত নেয়**, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

আজ (তারিখ) সকাল **১০টায়** কলেজের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে এবং কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। তারা দাবি তোলে—**”এত বছর ধরে যেই কলেজ বোর্ড পরীক্ষার কেন্দ্র ছিল, হঠাৎ তা বাতিল করার কারণ কী? আমাদের ভবিষ্যৎ নিয়ে কেন এভাবে খেলা করা হচ্ছে?”**

শিক্ষার্থীরা বলেন, “**আমাদের অনেক সিনিয়র ভাই-বোন এই কলেজ থেকে ভালো ফলাফল করে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। কেউ কেউ দেশে-বিদেশে সম্মানজনক চাকরিতে কর্মরত বা ব্যবসায়ে প্রতিষ্ঠিত। তাহলে আমাদের সময় কেন এই কলেজের সুনাম নষ্ট করা হচ্ছে?**”

শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, **এক সপ্তাহের মধ্যে বোর্ড যদি তাদের পরীক্ষাকেন্দ্র পুনর্বহাল না করে, তাহলে নারায়ণগঞ্জের প্রধান প্রবেশপথ চিটাগং রোড অবরোধসহ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।**

আগামীকাল **নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করে তাদের দাবি জানানো হবে।** একই সঙ্গে, যদি প্রয়োজন হয়, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি জাতীয়ভাবে তুলে ধরা হবে এবং আন্দোলন আরও জোরদার করা হবে।

**শিক্ষার্থীরা সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন, শিক্ষা বোর্ডের এই অযৌক্তিক সিদ্ধান্ত দ্রুত সংশোধন করতে হবে। অন্যথায়, তারা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন।