মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান **বিজনেস ম্যানেজমেন্ট (BM) কলেজ** গত ১৫-১৬ বছর ধরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (BM) পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অথচ ২০২৫ সালের বোর্ড পরীক্ষার জন্য কোনো পূর্বঘোষণা বা কারণ দর্শানো ছাড়াই **শিক্ষা বোর্ড কেন্দ্রটি বাতিলের সিদ্ধান্ত নেয়**, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আজ (তারিখ) সকাল **১০টায়** কলেজের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে এবং কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। তারা দাবি তোলে—**"এত বছর ধরে যেই কলেজ বোর্ড পরীক্ষার কেন্দ্র ছিল, হঠাৎ তা বাতিল করার কারণ কী? আমাদের ভবিষ্যৎ নিয়ে কেন এভাবে খেলা করা হচ্ছে?"**
শিক্ষার্থীরা বলেন, "**আমাদের অনেক সিনিয়র ভাই-বোন এই কলেজ থেকে ভালো ফলাফল করে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। কেউ কেউ দেশে-বিদেশে সম্মানজনক চাকরিতে কর্মরত বা ব্যবসায়ে প্রতিষ্ঠিত। তাহলে আমাদের সময় কেন এই কলেজের সুনাম নষ্ট করা হচ্ছে?**"
শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, **এক সপ্তাহের মধ্যে বোর্ড যদি তাদের পরীক্ষাকেন্দ্র পুনর্বহাল না করে, তাহলে নারায়ণগঞ্জের প্রধান প্রবেশপথ চিটাগং রোড অবরোধসহ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।**
আগামীকাল **নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করে তাদের দাবি জানানো হবে।** একই সঙ্গে, যদি প্রয়োজন হয়, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি জাতীয়ভাবে তুলে ধরা হবে এবং আন্দোলন আরও জোরদার করা হবে।
**শিক্ষার্থীরা সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন, শিক্ষা বোর্ডের এই অযৌক্তিক সিদ্ধান্ত দ্রুত সংশোধন করতে হবে। অন্যথায়, তারা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট