চট্টগ্রামে পুলিশকে গুলি ছুড়ে পালানো তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ঢাকায় গ্রেফতার হয়েছেন।
শনিবার (১৫ মার্চ) রাতে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।
ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চট্টগ্রামে পুলিশকে গুলি ছুড়েছিল সন্ত্রাসী সাজ্জাদ। এরপর তিনি পালিয়ে ঢাকায় চলে আসেন। শনিবার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, ওই শপিংমলে পুলিশের লোকজন ছিল। খবর পেয়ে সাজ্জাদকে আটক করে থানায় আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরে তাকে চট্টগ্রামে পাঠানো হবে।
আরও পড়ুন
তোমার আমার এত দূরত্বের কারণে পৃথিবীর কোনো পথ্যই অসুখ সারাতে পারে না
জানা গেছে, গত বছরের ১৭ জুলাই চান্দগাঁও থানা-পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেফতার করে। পরের মাসের শুরুতে তিনি জামিনে বেরিয়ে আসেন। বায়েজিদ বোস্তামী থানাসংলগ্ন হাটহাজারীর শিকারপুরের মো. জামালের ছেলে তিনি।
সর্বশেষ খবর পেতে আমাদের ফেইসবুকে অনুসরণ করুন
গত বছরের ৪ ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় পুলিশ ধরতে গেলে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান তিনি। এতে পুলিশসহ পাঁচজন আহত হন।
গত ২৯ জানুয়ারি ফেসবুক লাইভে এসে সাজ্জাদ বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমানকে পেটানোর হুমকি দেন। পরদিন সাজ্জাদকে ধরতে নগর পুলিশ কমিশনার পুরস্কার ঘোষণা করেন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট