বগুড়ার কাহালুতে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামি পলাতক

মো. শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা আবাসন প্রকল্পে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে নুর ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার (১৫ মার্চ) রাতে এক ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে কাহালু থানায় এ বিষয়ে মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (১৩ মার্চ) বিকেলে শিশু দুটি বাড়ির সামনে খেলছিল। এ সময় নুর ইসলাম মুখরোচক খাবারের প্রলোভন দেখিয়ে তাদের নিজ বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরদিন বৃহস্পতিবার (১৪ মার্চ) শিশু দুটির রক্তক্ষরণ শুরু হলে পরিবার ঘটনাটি জানতে পারে। খবর পেয়ে নুর ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যান।

ঘটনার পর শুক্রবার রাতে পুলিশ দুই শিশুকে হেফাজতে নেয় এবং চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, “নুর ইসলামকে আসামি করে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।” অপরাধীর দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবী করছেন স্থানীয়রা।