
মো. শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
বগুড়ার সদরের ফাঁপোর এলাকার মণ্ডল পাড়ায় অজ্ঞাত দুর্বৃত্তরা একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ নিধন করেছে। শনিবার (১৫ মার্চ) গভীর রাতে ‘মাছা গাড়ি’ নামের ওই পুকুরে এ ঘটনা ঘটে। এতে ৯২ শতকজুড়ে বিস্তৃত পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে।
স্থানীয়রা জানান, ১৯৯২ সাল থেকে ১২০টি পরিবারের সমন্বয়ে এ পুকুরে মাছ চাষ করা হচ্ছে। গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করে প্রতিবছর মাছ চাষ করা হয় এবং নির্দিষ্ট সময় পর মাছ ভাগ করা হয়। কিন্তু এর আগেও অন্তত ছয়বার দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে। সর্বশেষ ২০১৬ সালে একইভাবে দুই লাখ টাকার ক্ষতির সম্মুখীন হন তারা।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্থানীয়রা মৃত মাছ সংগ্রহ করছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মো. বেলাল হোসেন, সদস্য জুয়েল, তানভীর তুহিন, রাজিব, মেহেরুল, বিপ্লব, রতন রাজুসহ আরও অনেকে।
স্থানীয় জুয়েল বলেন, “এটি ষড়যন্ত্রমূলক কাজ। আমাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফল বারবার নষ্ট করা হচ্ছে। আমরা দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পুকুর মালিকপক্ষ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।