মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জেরে পরিবারের সাথে অভিমান করে বিষপানে আমেনা আক্তার (২২) নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত আমেনা আক্তার উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বৈলপুর গ্রামের মো: জসিম উদ্দিনের মেয়ে। শনিবার (১৫ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা-বাবা সহ পরিবারের লোকজনের সাথে অভিমান করে শুক্রবার দিবাগত ভোর রাতে সকলের অগোচরে আমেনা বিষপান করে। সকালে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে গুরুতর অবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার এমন মৃত্যুতে মা-বাবা সহ পরিবারের লোকজন বারবার কান্নায় মুর্ছা যাচ্ছেন। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
এদিকে বিষপানে গৃহবধূর আত্মহত্যার সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম হাসপাতালে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে নিহত আমেনার পিতা মো: জসিম উদ্দিন বলেন, পাঁচ বছর পূর্বে আমেনার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তার দুইটি পুত্র সন্তান রয়েছে। ছোট ছেলের বয়স মাত্র দুই মাস। স্বামী-সন্তান সহ আমাদের বাড়ীর পাশেই একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। সামান্য একটু ঝগড়ায় রাগান্বিত হয় আমার মেয়ে। এ বিষয়টি নিয়ে সে অভিমান করে শুক্রবার দিবাগত ভোর রাতে বিষপান করে। সকালে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ বলেন, বিষপানে গৃহবধূর আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এএনবিটোয়েন্টিফোর ডট নেট /মাহামুদুল
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট