কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোবারক আলী রকি নামের এক হেলপারের নিহত হয়েছে। শনিবার (১৫ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের নানকরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোবারক আলী রকি চট্টগ্রাম জেলার খুলশি থানার লালখান বাজার এলাকার মৃত রমজান আলীর ছেলে। শনিবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের নানকরা এলাকায় মিডিয়াম ট্রাক (ড-১২-৫৮০৯) ফেনীগামী ড্রাম ট্রাকে (শ-১১-০৩১৯) পিছন থেকে সজোরে ধাক্কা দিলে মিডিয়াম ট্রাকের কেবিনে বসে থাকা হেলপার মোবারক আলী রকি গুরুতর আহত হয়। পরে হাইওয়ে পুলিশ স্থানীয় এলাকার লোকজনের সহযোগিতা গুরুতর আহত হেলপার কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাবেদ মিয়া জানান, গুরুতর আহত হেলপার মোবারক আলী রকি পথে তার মৃত্যু হয়েছে।
চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে থানার উপ পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত হেলপার কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানে তার মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত দুমড়ে মুচড়ে যাওয়া মিডিয়াম ট্রাক উদ্ধার করে ফাঁড়ি থানায় নিয়ে আসা হয়েছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট