মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার
কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার বিভিন্ন সড়কে অবৈধ ট্রাক্টরের দাপট বেড়েই চলেছে। বিশেষ করে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে এসব ভারি যানবাহনের চলাচলে সড়কের অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ট্রাক্টরগুলো লাইসেন্সবিহীন এবং চালকদের নেই কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স। ফলে সড়ক ব্যবস্থার আরও অবনতি ঘটছে এবং সাধারণ মানুষ পড়ছে চরম দুর্ভোগে।
গত কয়েক মাস আগে কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকার গোমতী নদীর বাঁধ ভেঙে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার বেশিরভাগ অঞ্চল প্লাবিত হয়। ক্ষতিগ্রস্ত হয় রাস্তা-ঘাট, ঘরবাড়ি, বাজার এবং কৃষিজমি। এখনো অনেক রাস্তা পুরোপুরি সংস্কার করা সম্ভব হয়নি, এর মধ্যেই অবৈধ ট্রাক্টরের দৌরাত্ম্য সড়কের আরও ক্ষতি করছে।
স্থানীয়রা জানান, বিভিন্ন ব্রিক ফিল্ড ও নির্মাণ প্রকল্পে মাটি বহনের জন্য এই অবৈধ ট্রাক্টরগুলো সড়কে বেপরোয়া গতিতে চলাচল করছে। এতে সড়কের পিচ উঠে যাচ্ছে এবং কাঁচা সড়কগুলো কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
স্থানীয়দের অভিযোগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারির অভাবে এ ধরনের অবৈধ যানবাহনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার জানান, বিআরটিএ এবং সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তায় শিগগিরই অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
সাধারণ জনগণ দ্রুত ট্রাক্টর ও ভারি যানবাহনের নিয়মিত নজরদারি এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট