মোঃ শাহজাহান বাশার ,স্টাফ রিপোর্টার
কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ২নং উত্তর দুর্গাপুর চক্ষু হাসপাতাল সংলগ্ন মেসাস শফিকুল ইসলাম ভূঁইয়া ব্রিকস দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হওয়ায় আজ কুমিল্লা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ বাহিনী পুলিশ উপস্থিতিতে ব্রিক ফিল্ডটি অপসারণ করেছে।
ব্রিক ফিল্ডের মালিক শফিকুল ইসলাম ভূঁইয়া জানান, তিনি আরো তিন মাস সময় চেয়েছিলেন, তবে স্থানীয় বিএনপি পন্থী কিছু লোকের কারণে তার ব্রিক ফিল্ডের চুঙ্গা ভেঙে ফেলা হয়েছে। এর ফলে তিনি প্রায় ৪ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।
তিনি আরও জানান, ঈদের আগেই তার ব্রিক ফিল্টারে প্রায় ৪ শত কর্মচারী কাজ করছিলেন, কিন্তু এখন সেই কর্মচারীরা অসহায়। কর্মচারীদের সামনে ঈদ আসছে, তাদের পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য তিনি কোথায় যাবেন, কীভাবে পরিবার নিয়ে চলবেন—এই প্রশ্নে তিনি ভেঙে পড়েছেন।
শফিকুল ইসলাম ভূঁইয়া ক্ষতিপূরণের দাবি জানিয়ে সরকারের কাছে আরও সময় বাড়ানোর আবেদন জানিয়েছেন। তিনি বলেন, “এভাবে আমাদের সবার জীবিকা ও কর্মচারীদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে।”
কুমিল্লা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছেন, তারা অবৈধ কার্যক্রম বন্ধ করার জন্য আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এবং পরিবেশগত ক্ষতির বিষয়টি গুরুত্বের সাথে দেখবে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট