মইনীয়া যুব ফোরামের মানববন্ধন: নারীর প্রতি সহিংসতা রোধে কঠোর পদক্ষেপের দাবি

মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার

আজ রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে মইনীয়া যুব ফোরাম। এ সময় সংগঠনের তরুণ সদস্যরা একত্রিত হয়ে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বিশেষভাবে তারা ঘরে-বাইরে নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এই মানববন্ধন পালন করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানী মাইজভাণ্ডারী। তিনি বলেন, “ইসলামে নারীদের আগে পুরুষদের পর্দার কথা বলা হয়েছে, আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি রাষ্ট্রে নারীদের প্রতি সহিংসতা, বিশেষ করে ধর্ষণের মতো অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বর্তমান সমাজে নৈতিকতার অভাবের কারণে এসব অপরাধের মাত্রা বেড়েছে। উচ্চ শিক্ষা লাভের পরও আমাদের মধ্যে অন্তরের পরিশুদ্ধতা, বিবেকবোধ ও সংযমের অভাব রয়েছে। এ কারণে নারীরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে।”

তিনি আরও বলেন, “আমরা দাবি জানাচ্ছি যে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নৈতিকতা ও আত্মশুদ্ধির চর্চা বাড়ানো হোক। পাঠ্যক্রমে এসব বিষয় অন্তর্ভুক্ত করা হোক এবং বিভিন্ন সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হোক। আমাদের তরুণ সমাজ, সচেতন নাগরিক এবং বিভিন্ন সংগঠনকে এই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে।”

তিনি বলেছিলেন, “আমরা চাই নারীরা ঘরে-বাইরে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। এজন্য আইন প্রয়োগের ক্ষেত্রে সরকারকে আরো কঠোর হতে হবে। একই সঙ্গে, সমাজের প্রতিটি নাগরিক, বিশেষ করে তরুণদের এই আন্দোলনে অংশগ্রহণ করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

এছাড়া, সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানী আরো বলেন, “মইনীয়া যুব ফোরামের ২০ হাজার যুবক দেশজুড়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশেষ সেল গঠন করবে। এই সেল বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে এবং নারীর নিরাপত্তার জন্য সহযোগিতামূলক পদক্ষেপ নেবে। আমাদের দাবি, ধর্ষকরা যেন কোনোভাবেই ছাড় না পায় এবং দ্রুত বিচার করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।”

এ মানববন্ধনে মইনীয়া যুব ফোরামের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন এবং নারীর নিরাপত্তা ও অধিকার রক্ষায় একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।