মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার সংখ্যা ক্রমশ বাড়ছে, যা রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। চলতি বছরের প্রথম দুই মাসেই পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ১০টি ঘটনা ঘটেছে।
গত সাত মাসে পুলিশের ওপর ২৬৭টি হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে থানায় ঢুকে পুলিশকে শাসানোর ঘটনাও রয়েছে। বিশ্লেষকরা বলছেন, পুলিশের ওপর হামলা আসলে আইন-শৃঙ্খলার ওপর হামলা।
আইজিপি বাহারুল আলম বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনা বাহিনীটিকে সংকটে ফেলছে। আমরা অপরাধী পুলিশ সদস্যদের বিচারের আওতায় এনে বাহিনীকে পুনর্গঠনের চেষ্টা করছি।’
অপরাধ বিশেষজ্ঞ অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘যারা পুলিশের ওপর হামলা চালাচ্ছে, তারা আইনের শাসনকে অকার্যকর করতে চায়। রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও সাধারণ জনগণের উচিত পুলিশের সঙ্গে সহযোগিতা করা, যাতে দেশের নিরাপত্তা ও শান্তি বজায় থাকে।’
বিশ্লেষকরা মনে করছেন, রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে হলে আইন প্রয়োগকারী সংস্থার নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে, নতুবা রাষ্ট্র ক্ষতির সম্মুখীন হবে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট