মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর চেয়ারম্যান ও মাইজভাণ্ডার শরিফের সাজ্জাদানশীন, ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেছেন,"দেশজুড়ে নারীর প্রতি সহিংসতা বেড়ে চলেছে। এটি কোন সভ্য সমাজে চলতে পারে না৷ এ ধরনের ঘটনা জাতির জন্য লজ্জাজনক। কারণ নারীরা হলেন শ্রদ্ধা ও সম্মানের পাত্র। তারা আমাদের মা, বোন ও সহধর্মিণী। ইসলাম নারীদেরকে শালীনভাবে চলতে নির্দেশনা দিয়েছে। কিন্তু এর মানে এই নয় যে, ধর্ষণ ও ইভ-টিজিংয়ের জন্য নারীদের পোশাক দায়ী। বরং মহান আল্লাহ্ নারীদের আগে পুরুষদেরকে পর্দা করার কথা বলেছেন। পুরুষরা হবেন, নারীদের নিরাপত্তা বলয়। তারা নারীদের সম্মানকে সমুন্নত রাখতে সতর্ক থাকতে হবে।"
তিনি আরো বলেন,"ধর্ষণের দ্রুত ও কঠোর বিচার নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। অনেক সময় প্রভাবশালী চক্রের কারণে দোষীদের শাস্তি হয় না। আবার সমাজে হেনস্তার ভয়ে অনেক নারী, তাদের ওপর নির্যাতনের ঘটনাগুলো প্রকাশে ভয় পান। তাই নারীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।"
১২ মার্চ, ২০২৫ গাজীপুরের কালীগঞ্জে আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, কালীগঞ্জ আয়োজিত ইফতার ও মিলাদ মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহ্ফিলে মাইজভাণ্ডার দরবার শরিফের খলিফাবৃন্দ, বিশিষ্ট ওলামায়ে কেরাম, আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ এবং হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট