মোঃ শাহজাহান বাশার ,স্টাফ রিপোর্টার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ট্রাফিক-মতিঝিল বিভাগ গুলিস্তান এলাকায় অবৈধ ভাসমান দোকান ও হকার উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে। ১১ মার্চ ২০২৫ খ্রি. তারিখ দুপুর ৩:০০ ঘটিকা থেকে ৫:০০ ঘটিকা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম.এম মহিদুর রহমান।
এই বিশেষ অভিযানের আওতায় উল্লিখিত এলাকায় অবৈধভাবে বসবাসরত হকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। দুই ঘণ্টাব্যাপী এ অভিযানে ১১ জন হকারকে বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করা হয়। অভিযানে গুলিস্তান এলাকার প্রধান সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়, যার ফলে পথচারীদের স্বাভাবিক চলাচলে স্বস্তি আসে এবং যানজট অনেকাংশে হ্রাস পায়।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল বিভাগ) মো. খালিদ বোরহান, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল জোন) মো. শইমী ইমতিয়াজ ও সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-মতিঝিল) এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে মতিঝিল ট্রাফিক বিভাগ ও মতিঝিল ক্রাইম বিভাগের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।
ডিএমপি সূত্র জানায়, নগরীর প্রধান বাণিজ্যিক এলাকা হিসেবে গুলিস্তানে যানজট কমানো ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট