মালদ্বীপের ইমিগ্রেশন ডিটেনশনে আটক ১৯ অভিবাসীকে খাদ্যে বিষক্রিয়ার কারণে স্থানীয় একটি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১৬ জনই বাংলাদেশি।
মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, গত শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে রাজধানী মালের পার্শ্ববর্তী হুলহুমালে ফেজ-২ এর ইমিগ্রেশন ডিটেনশনে এ ঘটনা ঘটে।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, খাদ্যে বিষক্রিয়ার কারণে প্রাথমিকভাবে ১৭ জন অভিবাসীকে হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীতে রোববার সকালে আরেক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, মোট ১৯ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে ১৬ জন পুরুষ এবং তিনজন নারী। আক্রান্ত অভিবাসীদের তাৎক্ষণিক চিকিৎসা সেবার সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয় বলে জানায় ইমিগ্রেশন বিভাগ।
মালদ্বীপের বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বলেন, মূলত শনিবার রাতে খাওয়ার পর প্রবাসীদের শারীরিক অসুস্থতা দেখা দিলে দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসা শেষে তাদের নিয়ে যাওয়া হয়েছে। তারা বর্তমানে ভালো আছে এবং এই ১৯ অভিবাসীর মধ্যে ১৬ জনই প্রবাসী বাংলাদেশি ছিল বলে জানান তিনি।
বর্তমানে মালদ্বীপ পুলিশ এবং ইমিগ্রেশন বিভাগসহ এই ঘটনার তদন্ত শুরু করছেন। তবে, ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ডিটেনশন সেন্টারে মূলত নির্বাসিত করার অপেক্ষায় থাকা অবৈধ অভিবাসীদের রাখা হয়।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট