মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার
বাংলাদেশের সংগীতজগতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম আজম খান। যিনি বাংলা পপসংগীতকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। শুধু সংগীত নয়, দেশপ্রেমেও তিনি ছিলেন অগ্রগামী। বীর মুক্তিযোদ্ধা আজম খান মৃত্যুর ১৩ বছর পর পেলেন দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘স্বাধীনতা পদক’।
এই সংবাদে উচ্ছ্বসিত তার পরিবার ও ভক্তরা। আজম খানের কন্যা অরণী খান বলেন, ‘আমাদের আব্বা দেশের জন্য যা করেছেন, তা কোনো পুরস্কারের মাপকাঠিতে মাপা যায় না। তবুও রাষ্ট্র তার অবদানের স্বীকৃতি দিচ্ছে, এটি আমাদের জন্য গর্বের বিষয়।’
বাংলাদেশের সংগীতে এক অনন্য বিপ্লব এনেছিলেন আজম খান। ‘ওরে সালেকা’, ‘আলাল ও দুলাল’, ‘বাংলাদেশ’, ‘আমায় দিয়ে যাও’—এরকম বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।
এ সম্মাননা পেয়েও যেন কৃতিত্বের আলোয় গর্বিত নয় পরিবার, বরং তাদের একটাই আক্ষেপ—এটা তার জীবদ্দশায় পাওয়া উচিত ছিল। তবে তার গান আজও মানুষের হৃদয়ে জায়গা করে আছে, সেটাই তার সবচেয়ে বড় পুরস্কার।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট