মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সরকার বর্তমানে দেশের নিরাপত্তা রক্ষায় দেশি-বিদেশি চক্রান্তের বিরুদ্ধে লড়াই করছে। তিনি সতর্ক করে দেন যে, দেশের জনগণের ঐক্য ভাঙতে নানা মহল সক্রিয় হয়ে উঠেছে, এবং তাদের পরিকল্পনা হলো বিশৃঙ্খলা সৃষ্টি করা। মাহফুজ আলম তার বক্তব্যে বলেন, “এটি একটি যুদ্ধের মতো পরিস্থিতি, যা বাইরের শক্তির দ্বারা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এটি একটি কন্ট্রোল রুম থেকে পরিচালিত হচ্ছে এবং আমাদের এই যুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তিনি আরও জানান, সরকার ইতোমধ্যে নানা ধরনের সামরিক এবং বেসামরিক পদক্ষেপ গ্রহণ করেছে, এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় শক্তিশালী তৎপরতা শুরু হয়েছে। তবে, তিনি স্বীকার করেন যে, সামরিক-বেসামরিক আমলাতন্ত্র, ব্যবসায়ী মহল, এবং মিডিয়ার মধ্যে বিরোধ দেশের জন্য চ্যালেঞ্জের সৃষ্টি করছে।
এদিকে, মাহফুজ আলম আশাবাদী যে, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্র সংস্কারের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হবে। তিনি আরও জানান, খুনি, ধর্ষক, এবং লুটেরাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং দেশের আইনি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
Design and Developed by: Inzamul Hoque