মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
মনির হোসেনঃ বদলে যাচ্ছে বিএনপির মাঠের চিত্র।আর্বিভাব ঘটছে হাইব্রিডদের। আন্দোলনের মাঠে ছিলেন না, মামলা-হামলা কিংবা নির্যাতনের মুখেও ছিলেন না, ঘরছাড়াও হতে হয়নি। বিগত দিনে ব্যবসা-বাণিজ্য করেছেন, তাল মিলিয়ে চলেছেন আওয়ামী লীগ সরকারের সঙ্গে। তারাই এখন বিএনপির দাপুটে ‘হর্তাকর্তা’। তাদের সঙ্গে যোগ হয়েছেন নব্য বিএনপি নামধারী অনেকে। যারা কখনোই বিএনপিতে সম্পৃক্ত ছিলেন না, তারাই এখন নানা জায়গায় দখল পর্বে নেতৃত্ব দিচ্ছেন।আবার তারাই এখন তৃণমূলের ত্যাগীদের ওপর ছড়ি ঘোরাচ্ছেন।
তারাই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল বাড্ডা থানা’কে ঢেলে সাজাতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন
বার বার কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর উত্তর বাড্ডা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক,মোঃ ইকবাল মাহমুদ।
বিএনপি'র পরিচ্ছন্ন ব্যক্তিত্বের অধিকারী সাংগঠনিকভাবে সৎ ও একনিষ্ঠভাবে সংগঠনকে গতিশীল করতে নিঃস্বার্থভাবে অক্লান্ত পরিশ্রম ও মেধা দিয়ে বাড্ডা থানা স্বেচ্ছাসেবক দলকে ঢেলে সাজাচ্ছেন মোঃ ইকবাল মাহমুদ ।
তার কমিটিতে থাকা সহযোদ্ধা অন্যান্য নেতা-কর্মীদের এবং তার এলাকার সাধারণ মানুষের সমর্থন ও সুস্পষ্ট বক্তব্যের মাধ্যমেই তাঁর প্রশংসা এবং তার সততার কথা উঠে এসেছে বারবার, তার নম্রতা ভদ্রতা ও বিনয়ী ব্যক্তিত্বের প্রশংসা সবার মুখে মুখে।
সাংগঠনিকভাবে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী ভাবে সুসংগঠিত রাখার নেতৃত্ব দিয়ে আসছে মোঃ ইকবাল মাহমুদ ।কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন ও সাংগঠনিক ও সুশৃঙ্খল ভাবে কর্মী সভা আয়োজনে তার সাংগঠনিক নিপুন দক্ষতা ও জনপ্রিয়তা বারবারই প্রশংসিত ।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট