
রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মিনারা আক্তার নামে এক নারী পোশাক শ্রমিক। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক নারী শ্রমিক, সুমাইয়া আক্তার, যিনি বর্তমানে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (১০ মার্চ) সকাল ৬টার দিকে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই সহকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এর ফলে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক যানজট সৃষ্টি হয়।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনার পর থেকেই শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।”
ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মফুদুল ইসলাম বলেন, “বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ রয়েছে, তবে আমরা গাড়িগুলোকে বিকল্প পথে ডাইভারশন দিচ্ছি।”