
মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের কোতোয়ালি থানার বলুয়ারদিঘী এলাকায় এক পিতার বিরুদ্ধে তার ১০ বছর বয়সী কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রদীপ কুমার বনিক (৫২) ইতিপূর্বেও মেয়েকে নির্যাতন করেছেন বলে জানা গেছে। ঘটনার দিন প্রদীপের স্ত্রী গার্মেন্টসে কাজে গেলে তিনি বাসায় একা থাকার সুযোগে মেয়ে বর্ষা বনিককে ধর্ষণ করেন। বর্ষা তার মায়ের পরামর্শে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে, যা পুলিশের হাতে জব্দ হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ষা জানায়, তার বাবা আগেও তাকে একইভাবে নির্যাতন করেছে।
পুলিশ প্রদীপকে গ্রেপ্তার করে থানায় আটক করেছে। বর্ষাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। প্রদীপ চকবাজার মতি টাওয়ার মার্কেটের সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।