রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধর্ষণবিরোধী বিক্ষোভ, ‘শাসনভার হারানোর’ হুঁশিয়ারি

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ধর্ষণবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীরা নারীদের প্রতি সহিংসতা বন্ধ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে নেমে আসেন।

বুধবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা চত্বরে শতাধিক শিক্ষার্থী সমবেত হয়ে প্রতিবাদ জানান। এরপর মিছিল নিয়ে তারা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন।

বিক্ষোভকারীরা বলেন, “আমরা বারবার ধর্ষণের ঘটনা শুনতে চাই না। আমরা চাই দোষীদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সরকারের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনারা যদি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে শাসনভার চালানোর অধিকার হারিয়েছেন। আমরা আর সহ্য করব না।”

শিক্ষার্থীদের দাবি, নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং তার কার্যকর প্রয়োগ করতে হবে। তারা আরও বলেন, “শুধু আইন করলেই হবে না, আমাদের সংস্কৃতি বদলাতে হবে। নারীদের প্রতি বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের শান্ত থাকতে বললেও তারা জানান, বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আন্দোলনকারীরা আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন।