শাহজাহান বাশার.স্টাফ রিপোর্টার
রাজধানী ঢাকার বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়েছে, তবে পেঁয়াজ এবং মুরগির দাম কমেছে। বাজার ঘুরে দেখা যায়, শিম কেজিতে ২০ টাকা বেড়ে ৫০ থেকে ৬০ টাকা, ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, গাজর, মুলা, মটরশুটি, বেগুন, করলা, বরবটি, পেঁপে, ধুন্দুল, চিচিঙ্গা, ঝিঙ্গা, কাঁচামরিচের দামও বেড়েছে। উদাহরণস্বরূপ, বড় আকারের ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা পিস, পাকা টমেটো প্রতি কেজি ২৫ থেকে ৪০ টাকা, গাজর ৩০ থেকে ৪০ টাকা, মুলা ২০ টাকা, মটরশুটি ৮০ থেকে ১০০ টাকা বিক্রি হচ্ছে। একই সঙ্গে, দেশি পেঁয়াজের দাম ৩৫ টাকা কেজি হয়ে কমেছে ১০ টাকা, এবং মুরগির দামও কমেছে। সোনালি কক মুরগি ২৭০ টাকা, সোনালি হাইব্রিড ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মাছের দামেও কিছুটা ওঠানামা রয়েছে। ইলিশ, রুই, শিং, মাগুরসহ অন্যান্য মাছের দাম বেড়েছে, তবে চিংড়ি ও পাঙ্গাসের দাম কিছুটা কমেছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট