তারুণ্যের উৎসব ২০২৫’-এ রেকর্ডসংখ্যক নারীর অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার: শাহজাহান বাশার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এ রেকর্ডসংখ্যক নারী অংশগ্রহণ করেছে। তিনি বলেন, “এই উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ২৭ লাখ ৪০ হাজার মেয়ে প্রায় ৩ হাজার খেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয়। এটি নারীর ক্ষমতায়নের এক অনন্য দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, “নারীরা ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে দারুণ সাফল্য দেখাচ্ছে। তাদের এই অর্জন প্রমাণ করে যে, বাংলাদেশে নারী-পুরুষের সমান অংশগ্রহণ এখন কেবল স্বপ্ন নয়, বাস্তবতা।”