কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, উজিরপুর ইউনিয়নে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বুধবার সকালে এ বিরোধ সংঘর্ষে রূপ নেয়, যেখানে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং কয়েকজন গুরুতর আহত হন।
হত্যাকাণ্ডের পরপরই চৌদ্দগ্রাম থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন আটজনকে আটক করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, নিহতের পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট