
স্টাফ রিপোর্টার, মোঃ শাহজাহান বাশার
আল্লাহভীতি ও নৈতিক বোধের উজ্জীবন ঘটানোই মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা
আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া কুমিল্লা জেলার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল ৮ ই মার্চ শনিবার বিকেলে কুমিল্লা গর্জনখোলাস্থ রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া খানকা শরীফে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান, মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার কেন্দ্রীয় সভাপতি শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)। তিনি বলেন, মাহে রমজানে রোজার বিধান দেয়া হয়েছে মানুষ যাতে জীবনযাপনে আল্লাহভীতির চেতনা জাগ্রত করে সৎকাজে অগ্রসর হয়। আল্লাহভীতি ও নৈতিক বোধের উজ্জীবন ঘটানোই মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা। সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেন, রমজান ভোগের মাস নয়; সংযম ও ত্যাগের শিক্ষাই দেয় রোজা। সকল মুসলিম দেশে রোজার মাসে পণ্যমূল্য হ্রাস করা হলেও ব্যতিক্রম শুধু আমাদের প্রিয় এই স্বদেশ। এখানে রোজার মাস মানে যেন চুটিয়ে টাকা কামানোর মোক্ষম সুযোগ। মুসলমান হয়ে এবং রোজাদার হয়ে পণ্যমূল্য বাড়িয়ে দিয়ে যারা ভোক্তাদের কষ্টে নিপতিত করে তাদের কোনো নিস্তার নেই। একদিন তাদেরকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। সকল কাজের জন্য আল্লাহপাকের কাছে জবাবদিহিতার কথা মনে থাকলে মানুষ কখনো গর্হিত ও অন্যায় কাজে জড়াতে পারে না বলে তিনি উল্লেখ করেন। তিনি ভোগ্যপণ্যে ভেজাল দেওয়া এবং পণ্য গুদামজাত করে দাম বাড়িয়ে দেয়ার চলমান অসাধু প্রবণতা থেকে বেরিয়ে আসতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। মাহফিলে সভাপতিত্ব করেন, আনজুমানে রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় মহাসচিব, খলিফা আলহাজ্ব শাহ্ মোহাম্মদ আলমগীর খান মাইজভাণ্ডারী। এসময় বিশিষ্ট ওলামায়ে কেরাম, স্থানীয় খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের আগে মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কল্যাণ এবং দেশবাসীর ওপর আল্লাহর রহমত কামনায় মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)।