
মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার।
কুমিল্লা সদর দক্ষিণে ঘরে ঢুকে নারীকে ধর্ষণের চেষ্টা, স্বামীকে মারধর।কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ঘরে ঢুকে এক নারীকে (৩৫) ধর্ষণের অভিযোগ উঠেছে এক সেনেটারি ব্যবসায়ীর বিরুদ্ধে। শনিবার (৮ মার্চ) সকালে পদুয়ার বাজার উত্তর রামপুর এলাকায় এক ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, অভিযুক্ত ব্যবসায়ী ইকবাল (৪৫) দীর্ঘদিন ধরে ওই নারীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। শনিবার সকালে তিনি ওই নারীর বাসায় ঢুকে তার মুখ চেপে ধরে অশালীন আচরণ করেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী নারী বাধা দিলে ইকবাল তাকে মারধর করে রক্তাক্ত করেন।
তার স্বামী উজ্জল বাধা দিতে গেলে তাকেও মারধর করে আহত করা হয়। পরে স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মহানগর বিএনপি নেতা ইকবাল ও বিল্লাল (৩৫)-এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ভুক্তভোগী নারী ও তার স্বামী থানায় রক্তাক্ত অবস্থায় এসেছিলেন। আমরা দ্রুত মামলা নিয়ে তাদের হাসপাতালে পাঠাই। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।”