মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
পীরানে পীর দস্তগীর, গাউছুল আজম হযরত শেখ সুলতান মীর মহিউদ্দিন সৈয়্যদ আবদুল কাদের জিলানী (র.) ইসলামের সঠিক আকিদা বিস্তারে দিশারির ভূমিকা রাখেন বলে মন্তব্য করেছেন মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর চেয়ারম্যান হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী। তিনি বলেন, হিজরি ষষ্ঠ শতাব্দিতে যখন মুসলমানরা নানা বিভ্রান্তিতে পতিত হয়ে ধর্মবিমুখ হয়ে পড়েছিলেন, বিশ্বব্যাপী নানা ভ্রান্ত মতবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল এমন এক যুগসন্ধিক্ষণে পবিত্র কোরআন হাদীসের সঠিক ব্যাখ্যা দানের মাধ্যমে ইসলামের প্রকৃত রূপ, আক্বিদা-দর্শন তুলে ধরেন। ভ্রান্ত মতবাদের অসারতা প্রমাণ করে অধ:পতিত বিভ্রান্ত মানব সমাজকে ইসলামের আদর্শে অনুপ্রাণিত করেন। বৃহস্পতিবার (৬ মার্চ) ৫ই রমজান রাজধানীর মিরপুর-১ কেন্দ্রীয় খানকাহ্ শরীফে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। এতে বিশেষ অতিথি ছিলেন, শাহজাদা সৈয়দ মেহবুব-এ মইনুদ্দীন, শাহজাদা সৈয়দ মাশুক-এ মইনুদ্দীন। এসময় বিশিষ্ট ওলামায়ে কেরাম, মাইজভান্ডার দরবারের খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভান্ডারী।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
Design and Developed by: Inzamul Hoque