কালিকাপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ মাহামুদুল।

কুমিল্লা বুড়িচং উপজেলার ২নং বাকশীমুল ইউনিয়নে কালিকাপুর হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বুড়িচং উপজেলার কালিকাপুর হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ইফতার পূর্ব মিলাদ মাহফিলে মুসলিম উম্মাহর সুখ শান্তি সমৃদ্ধি কামনা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম হাজী আব্দুল হাকিম সহ এলাকার সকল কবরবাসীর জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

উক্ত ইফতার মাহফিলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মাদ্রাসার সভাপতি, মিজানুর রহমান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকশিমুল ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান প্রবীণ মুরুব্বি জামসেদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রফিজুল ইসলাম মাস্টার ।নজরুল ইসলাম আখন্দ।আব্দুল ওয়াদুদ। জসিম উদ্দিন আখন্দ। কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট , কুমিল্লায় ৩য় শ্রেণী ( নির্বাহী) কর্মচারী সমিতি ” কুকাস “এর সভাপতি মেহেদী হাসান দুলাল।

দোয়া পরিচালনা করেন কালিকাপুর উত্তর পাড়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা হাফেজ খাইরুল বাশার, মিলাদ পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ ইসমাইল। উপস্থিত ছিলেন কালিকাপুর আখন্দ ও পশ্চিম বাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ক্বারি মিজানুর রহমান।

ইফতার মাহফিলে কালিকাপুর হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র, শিক্ষক বৃন্দ এবং এলাকার ময়মুরুব্বি যুবক সহ শতাধিক রোজাদাররা অংশগ্রহণ করেন।