শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
কুমিল্লার গোমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী যৌথ অভিযান পরিচালনা করেছে।
শনিবার (৯ মার্চ) সকালে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে র্যাব, পুলিশ ও বিআইডব্লিউটিএর প্রতিনিধিরাও অংশ নেন।
জানা গেছে, গোমতী নদীর বিভিন্ন পয়েন্টে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল এবং নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল।
অভিযানে বেশ কয়েকটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও ধ্বংস করা হয়। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কয়েকজনকে আটক করা হয় এবং জরিমানা করা হয়।
কুমিল্লার জেলা প্রশাসক বলেন, "নদী রক্ষায় আমাদের এই অভিযান চলমান থাকবে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট