কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার ইউসুফপুর এলাকায় ব্রিজের নিচে এক অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পথচারীরা ব্রিজের নিচে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
দেবিদ্বার থানার ওসি জানান, নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার হাত-পা বাঁধা ছিল, যা হত্যার আলামত বহন করে। প্রাথমিক তদন্ত শেষে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সাধারণত এই এলাকায় এ ধরনের ঘটনা ঘটে না, তাই তারা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে।
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জনগণকে আতঙ্কিত না হয়ে যে কোনো তথ্য পেলে দ্রুত জানাতে অনুরোধ করা হয়েছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট