পটুয়াখালীর বাউফল পৌরসভার বাজারে একটি দোকানে অভিযান চালিয়ে চিনি, ছোলা, ভোজ্য তেলসহ টিসিবির পণ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় মেসার্স মা কালি ভান্ডারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ডু।
এ সময় প্রতিষ্ঠানের মালিক বাসুদেব সাহাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ওই দোকানের গুদাম থেকে মোট ১৩০ লিটার সয়াবিন তেল, ১০০ কেজি ছোলা (বুট), ৫০ কেজি চিনি ও ১২৮ কেজি মুসরির ডাল জব্দ করা হয়।
ব্যবসায়ী বাসুদেব সাহা বলেন, ‘এই মালামাল বিক্রি করা অপরাধ। আমার কাছে একজন ডিলার বিক্রি করেছেন।’
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ডু বলেন, ‘ব্যবসায়ী বাসুদেব সাহা অপরাধ স্বীকার করেছেন। একজন টিসিবি ডিস্ট্রিবিউশন ডিলারের থেকে তিনি ওই পণ্য কিনেছেন।
ওই ডিলারের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’
এএনবিটোয়েন্টিফোর ডট নেট /নিউজ এডিটর মাহামুদুল
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট