
মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ব্রাহ্মণপাড়ায় যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর তদারকি ও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দরিয়ারপাড়, সাহেবাবাদ চেকপোস্ট ও মিরপুর, মাধবপুর চেকপোস্টগুলোতে গ্রাম পুলিশদের কার্যক্রম কঠোর ও জোরদার করা হয়েছে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব চেকপোস্ট দিয়ে কোনো ট্রাক প্রবেশ করতে দেওয়া হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানদের ব্যানার, মাইকিংয়ের মাধ্যমে প্রচার ও বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, যানজট নিরসনে নাইঘর মোড়, জিরো পয়েন্ট, সিরাজ মার্কেটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্রাহ্মণপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন। এসময় রাস্তার দুপাশের ফুটপাতে থাকা ভাসমান দোকানগুলো সরিয়ে দেওয়া হয়।
ইউএনও বলেন, “রমজান ও ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে এবং জনসাধারণের চলাচল সহজ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যানজটমুক্ত ব্রাহ্মণপাড়া গড়তে সকলের সহযোগিতা ও সচেতনতা একান্ত প্রয়োজন।”প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।