মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম রাখা ও অতিরিক্ত মূল্যবৃদ্ধি রোধের পাশাপাশি যানজট নিরসনে বুড়িচং উপজেলার ভরাসার বাজারে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
৩ মার্চ (সোমবার) সকাল ১১টায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তারের নেতৃত্বে উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার বাজারে এই অভিযান পরিচালিত হয়। তিনি সবজি বাজার, মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়কারী দোকান পরিদর্শন করেন এবং মূল্য তালিকা যাচাই করেন। এ সময় অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে ক্রেতাদের সঙ্গে কথা বলেন।
এছাড়া, যানজট নিরসনের জন্য নিয়োজিত আনসার সদস্যদের কার্যক্রম খতিয়ে দেখেন ইউএনও। একই সঙ্গে সড়কের ওপর মালামাল লোড-আনলোড করার অপরাধে একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন, "মাহে রমজান মাসে রোজাদার মানুষ যেন কষ্ট না পায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।"
তিনি আরও জানান, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বুড়িচং ও ভরাসার বাজারে মালামাল লোড-আনলোড না করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে বাজারের স্বাভাবিক কার্যক্রম ও যান চলাচলে কোনো সমস্যা না হয়।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।