ঢাকা শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউনুছ

 

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুছ। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হন।

জানা গেছে, মো. ইউনুছের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানা, দক্ষিণ রাঙ্গুনিয়া থানাসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্টের পর থেকে এসব মামলা দায়ের হয়। এরপর থেকেই দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন ইউনুছ।

উপজেলার সরফভাটা ইউনিয়নের ভূমিরখীল গ্রামের মরহুম বাদশা মিয়ার সন্তান ইউনুছ পরপর দুইবার রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন দলীয় রাজনীতিতে সক্রিয় থাকলেও সাম্প্রতিক সময়ে তিনি রাজনৈতিক অঙ্গন থেকে নিজেকে আড়ালে রেখেছিলেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ইমিগ্রেশনের চেকিংয়ের সময় ইউনুছের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়টি ধরা পড়ে। এরপরই তাকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে পুলিশ।

তবে তার আইনজীবী ও স্বজনরা বলছেন, ইউনুছের বিরুদ্ধে থাকা মামলা ও অভিযোগগুলো রাজনৈতিক প্রতিহিংসার অংশ। তার মুক্তির দাবিও জানিয়েছেন তারা।

এ ঘটনায় রাঙ্গুনিয়ায় স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও নানা গুঞ্জন শুরু হয়েছে।